অখিলেশকে জবাব মায়াবতীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অখিলেশকে জবাব মায়াবতীর

নিজস্ব সংবাদদাতা : অখিলেশ যাদবকে উপহাস মায়াবতীর। এসপি প্রধান বিএসপি প্রধানকে প্রধানমন্ত্রী করতে চাওয়ার ইস্যুতেই পাল্টা গর্জন করলেন মায়াবতী। অখিলশকে নিশানা করে তিনি বলেন, অখিলেশ নিজেই নিজের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করতে পরেননি। অখিলেশ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন বলেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এসপি বিএসপির সাথে জোটবদ্ধ হয়েছিল।কিন্তু ভোটের পরে আলাদা হয়ে গিয়েছিল। হিন্দিতে মায়াবতী টুইট করে প্রশন তোলেন, “যখন এসপি প্রধান মুসলিম ও যাদবদের ভোট পেয়ে এবং বিভিন্ন দলের সাথে জোট করেও (উত্তরপ্রদেশের) মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি, তখন তিনি কীভাবে অন্যদের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করবেন? অতএব, তাদের এই ধরনের শিশুসুলভ আচরণ বন্ধ করতে হবে।''