রাজনৈতিক তরজার ফলে অর্ধ সমাপ্ত পুনর্বাসনের কাজ, আতঙ্কিত খনি অঞ্চলের বাসিন্দারা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাজনৈতিক তরজার ফলে অর্ধ সমাপ্ত পুনর্বাসনের কাজ, আতঙ্কিত খনি অঞ্চলের বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ  কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরজার ফলে অর্ধ সমাপ্ত পুনর্বাসনের কাজ। খনি এলাকায় ধসের জন্য কোনও প্রাণহানি ও সম্পত্তি নষ্ট হলে এর দায় ইসিএলকে নিতে হবে বলে স্পষ্ট দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে বর্ষার আগে প্রবল দুশ্চিন্তায় খনি অঞ্চলের বাসিন্দারা। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ ,জামুরিয়া পাণ্ডবেশ্বর সহ আরও একাধিক বিধানসভা কেন্দ্রে ধস, আগুন একটা বড় সমস্যা। প্রতিবছরই কোনও না কোনও এলাকায় বড় ধরনের ধস বা খনি গর্ভে আগুন লাগার ঘটনা ঘটে থাকে। তাছাড়া ইসিএল কয়লা উত্তোলনের সময় ব্লাস্টিং করে তার জন্য বহু ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পুনর্বাসনের কাজ শুরু হয়েছিল জামুরিয়ার বিজয়নগর এলাকায়। কিছু আবাসনের কাজ সমাপ্ত হয়ে গেলেও বেশিভাগ আবাসন এখনও অর্ধ সমাপ্ত বা শুরুই হয়নি।
কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার জন্য এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না এই বিষয়টি খনি অঞ্চলের মানুষের নজরে আসে যখন দুদিন আগে প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেন। সেই বৈঠকে মমতা ব্যানার্জি দাবি করেন পুনর্বাসনের প্রথম কিস্তির টাকা কেন্দ্র সরকার না দেওয়ার জন্য পুনর্বাসন প্রকল্পের কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। খনি অঞ্চল থেকে কয়লা উত্তোলন করে মুনাফার টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে যাচ্ছে কিন্তু খনি অঞ্চলে বাসিন্দাদের ক্ষতিপূরণ বাবদ পুনর্বাসনের টাকা দিচ্ছে না কেন্দ্র। ফলে এরপর যদি ধসের জন্য কোনও পরিবার ক্ষতিগ্রস্ত হয় তার জন্য দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইসিএলকে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের টানাপোড়েনে যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।