নিজস্ব সংবাদদাতা:শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তাঁকে দ্রুত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা নীরিক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই রক্তাল্পতায় ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর রক্তে শর্করার সমস্যাও রয়েছে। এছাড়া আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে অভিনেত্রীর।