নির্মীয়মান একটি চেম্বারে আটকে পড়া ষাঁড়কে প্রায় ৩ ঘণ্টা পর উদ্ধার করল অন্ডাল পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নির্মীয়মান একটি চেম্বারে আটকে পড়া ষাঁড়কে প্রায় ৩ ঘণ্টা পর উদ্ধার করল অন্ডাল পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা

নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ নির্মীয়মান একটি চেম্বারে আটকে পড়া ষাঁড়কে প্রায় ৩ ঘণ্টা পর উদ্ধার করল অন্ডাল পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা। বৃহস্পতিবার প্রায় দুপুর একটা নাগাদ অন্ডালের আশ্রম পল্লীর স্বরূপানন্দ আশ্রমের নির্মীয়মান চেম্বারে পড়ে যায় একটি ষাঁড়। স্থানীয় বাসিন্দারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ষাঁড়টিকে চেম্বার থেকে তোলার জন্য কিন্তু সব চেষ্টা বিফলে যায়। পরে ঘটনার খবর পেয়ে ছুটে আসে অন্ডালের স্বেচ্ছাসেবী সংস্থা এমিস ও উড়ান। পাশাপাশি খবর দেওয়া হয় অন্ডাল পুলিশকে।  ঘটনাস্থলে পৌঁছে অন্ডাল থানার পুলিশ খবর দেন রানীগঞ্জ ফায়ার স্টেশনে। শেষমেষ ফায়ার ব্রিগেড, অন্ডাল পুলিশ,  স্বেচ্ছাসেবী সংস্থা এমিস ও উড়ান এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় ষাঁড়টিকে উদ্ধার করা যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী ষাঁড়টি সুস্থ রয়েছে বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থা এমিস ও  উড়ান।