ইউক্রেন সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, কিভে রকেট হামলা চালাল রাশিয়া

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইউক্রেন সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, কিভে রকেট হামলা চালাল রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের ইউক্রেন সফরের সময়েই কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। কিভের পশ্চিম অংশে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনের রাজধানীতে এই ধরনের হামলা এই প্রথম বলে কিভের মেয়র জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী মাইখাইলো পোডোলিয়াক টুইট করে বলেন, ‘আন্তোনিয়ো গুতেরেসের ইউক্রেন সফরের সময় কিভ শহরের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।’ এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। তবে গুতেরেসের এক ঘনিষ্ঠ সহযোগী বার্তা পাঠান যে, তাঁরা নিরাপদ আছেন। কিভের শেভচেনকোভস্কি জেলায় পর পর দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে কিভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান।