​বনমালীঃ অবশেষে স্বস্তির নিঃশ্বাস বাঁকুড়াবাসীর। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ভক্তাবাধ অঞ্চলে আজ দুপুরে আচমকাই ঝড়ো হাওয়া বইতে শুরু করে। তার সাথে সাথে শুরু হয় বৃষ্টি ও শিলাবৃষ্টি। কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত হয় এলাকার একটি বিয়ে বাড়ির প্যান্ডেল ও স্কুলের রান্নাঘরের চালা। তবে যদিও কোনো হতাহতের খবর মিলেনি।