New Update
/anm-bengali/media/post_banners/Bhkdi9CxkarP9lbAr1es.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২২ সালে এখনও অবধি কাশ্মীর উপত্যকায় কতজন জঙ্গির মৃত্যু হয়েছে এবার তার হিসেব দিলেন কাশ্মীরের আইজিপি। তিনি সংবাদমাধ্যমকে জানান, 'এ বছর এখনও পর্যন্ত এনকাউন্টারে ৬২ জন জঙ্গির মৃত্যু হয়েছে। লস্কর-ই-তৈবার ৩৯ জন, জেইএম-এর ১৫ জন, এইচএম-এর ৬ জন এবং আল-বদরের ২ জন জঙ্গি নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হয়েছে। এছাড়া নিহত ৬২ জন জঙ্গিদের মধ্যে ৪৭ জন স্থানীয় জঙ্গি এবং ১৫ জন বিদেশি জঙ্গি ছিল।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us