/anm-bengali/media/post_banners/xcf0oz2hOLW1qXqjToZa.jpg)
দিগবিজয় মাহালি, দাসপুরঃ জলই হল মানুষের জীবন, তাই জল ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। আর সেই জলের সমস্যার সমাধানে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকারের P H E প্রকল্প। এই প্রকল্পটি চালু হবে দাসপুর-১ ব্লকের পাঁচবেড়িয়া জিপির বাঁশখাল এলাকায়। ২৭ এপ্রিল অর্থাৎ বুধবার গোবিন্দনগর নলবাহিত জল সরবরাহ প্রকল্প মাধ্যমে শুভ ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন হল।জানা গেছে বাঁশখাল-JL৭৬,উত্তর গোবিন্দনগর-JL১৬৪,পাঁচবেড়িয়া-JL১৬৫,গোবিন্দনগর-JL78 মৌজার অন্তর্গত গ্রামগুলোতে থাকা পরিবাররা এই জল সরবরাহ পাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দাসপুর-পঞ্চায়েত সমিতি সভাপতি সুনীল ভৌমিক,শ্যাম পাত্র,জনস্বাস্থ্য ও কারিগর পঃ মেদিনীপুর জেলা,গোপাল নন্দী উপ প্রধান নন্দনপুর-২ জিপি ও P H E শামীদীপ ভট্টাচার্য (E.E মেদিনীপুর ডিভিশন),মলয় কুমার কয়াল A.E ঘাটাল সাব ডিভিশন স্টেশন অফিসার সহ আরও অনেকে।উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিধায়ক মমতা ভুঁইয়া বলেন, "এই প্রকল্পের আওতায় দুটি গ্রাম পঞ্চায়েতের অধীন প্রায় ৬০০০ মানুষ জল পাবে এবং ২০২২ এর মধ্যে এটি সম্পন্ন হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us