পর পর বলের জাদু উমরানের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পর পর বলের জাদু উমরানের


নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে মুম্বইয়ের ওয়াংখেড়ের বুকে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও এসআরএইচ। হায়াদ্রাবাদের উওমরান মালিকের বলের ঘায়ে মাঠ ছাড়া হচ্ছেন একের পর এক ব্যাটার। এই মুহূর্তে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া ও ঋদ্ধিমান সাহা। গুজরাটের স্কোর ১২৭ রানে ৩ উইকেট।