নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার মাওবাদী পোস্টার উদ্ধার পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটায়। সাত দিনের বনধের ডাক মাওবাদী পোস্টারে। তীব্র চাঞ্চল্য এলাকায়। পুরনো কায়দায় ৭ দিন পিড়াকাটা বাজার বনধের ডাক দিল মাওবাদীরা। সাতসকালে রীতিমতো হুমকি পোস্টার উদ্ধার পিড়াকাটা বাজার এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। একদিকে পোস্টারে কিষানজির মৃত্যুর বদলার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হুমকি দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের। লাল কালিতে লেখা এই পোস্টারকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারা এই পোস্টার ছড়িয়েছে তা খতিয়ে দেখছে শালবনি থানার পুলিশ।