New Update
/anm-bengali/media/post_banners/lqY48JLBll9SW09PgSir.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেন রাজ্যে পাটশিল্প ধ্বংসের মুখে তার কারণ স্পষ্ট করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি সাংসদ পাটশিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই সরব হয়েছেন। তিনি বলেন, 'জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে। ১৩ ডিসেম্বর আমি ও লকেট জুট কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছি। সরকারি বৈঠকের মিনিটস কেন প্রকাশ করা হচ্ছে না? প্রত্যেক টনে আড়াই হাজার টাকা ক্ষতি করে কতদিন চলবে জুটমিল? ইতিমধ্যেই ১৪টি কারখানা বন্ধ হয়েছে, আরও ১০টি বন্ধ হবে। ধারাবাহিক ভাবে পাটশিল্পকে ধ্বংস করার চেষ্টা চলছে। জুট কর্পোরেশনের কর্তা মলয় চক্রবর্তী প্লাস্টিক লবিকে ঢোকানোর চেষ্টা করছেন। ব্যারাকপুরে এখন মাত্র ১৭টি জুটমিল চালু আছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us