New Update
/anm-bengali/media/post_banners/R3wcch2HCwoE7poC27lM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কোটি কোটি টাকা দিয়ে টুইটার কিনে নিয়েছেন টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক। এদিকে এবার তিনি ভারতে টেসলা গাড়ি বিক্রির বাজার ধরতে চলেছেন বলে মনে করছে বিশিষ্ট মহল। যদিও সেই জল্পনার মাঝেই এই ধনকুবেরকে বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি। রাইসিন বৈঠকে তিনি বলেন, গাড়ি যদি চিনে তৈরি হয়ে ভারতে বিক্রির জন্য আসে, তাহলে কেন্দ্র ইলন মাস্কের প্রস্তাব সাড়া দেবে না। তবে ইলন মাস্ক যদি ভারতকে টেসলা গাড়ির বাজার করতে চান, তাহলে এখানে গাড়ি তৈরির কারখানা গড়ে তুলুন, চিনে নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us