সরকারি উকিলের নাম ছবি ব্যবহার করে পোস্টারিংকে ঘিরে শোরগোল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সরকারি উকিলের নাম ছবি ব্যবহার করে পোস্টারিংকে ঘিরে শোরগোল

দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নৈমুদ্দিন আহম্মেদের নামে পোস্টারিং করা হয়েছে আদালতের গেটের বাইরে।পোস্টারে রয়েছে স্বয়ং সরকারি আইনজীবীর ছবি এবং তার নিচে লাল কালিতে লেখা 'আসামীর জামিন করাতে চান কি?যোগাযোগ করুন সরকারি উকিল নৈমুদ্দিন আহম্মেদ।'আদালতের গেটের সামনের দেওয়ালের একাধিক জায়গায় সরকারি উকিলকে নিয়ে এমন পোস্টারে গুঞ্জন শুরু হয়েছে আদালত চত্বরে।যাকে নিয়ে এই পোস্টার সেই ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নৈমুদ্দিন আহম্মেদ অবশ্য এই পোস্টারে গুরুত্ব দিতে নারাজ এবং এনিয়ে কোনও মন্তব্য করতেও চাননি।এবিষয়ে ঘাটাল মহকুমা আদালত বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে অবশ্য ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।তিনি বলেন,আমিও কোর্টে আসার পর বিষয়টি শুনি এবং নিজেও কয়েকটি পোস্টার দেখেছি।এর আগেও ওর নামে পোস্টার পড়েছিল আজকেও পড়েছে,কিছুতো একটা ঘটনা আছে কেনো বারবার ওনাকে নিয়েই পোস্টার পড়ছে।আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা দেখুক কেনো বারবার ওনার বিরুদ্ধেই পোস্টার পড়ে।"সরকারি আইনজীবীর ছবি ও নাম দিয়ে আদালত চত্বর ও গেটের বাইরে এহেন পোস্টারকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়।