নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের সাহায্য নিয়ে আফগানিস্তানে সরকার গড়েছিল তালিবান। এ বার সেই পাকিস্তানকেই উচিত শিক্ষা দিতে চায় তারা। ১৬ এপ্রিলের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নালিশ করেছে আফগানিস্তানের তালিব সরকার। তারা জানিয়েছে, এ ভাবে যদি তাদের উপর প্রতিবেশী রাষ্ট্রটি আক্রমণ চালাতে থাকে তবে তারাও সব মুখ বুজে সহ্য করবে না।