নিজস্ব সংবাদদাতাঃ বিধায়কদের সাসপেন্ডকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই আদালতে যাওয়ার কথা জানিয়েছিল বিজেপি। সেইমতো ৫ বিধায়কের শাস্তি প্রত্যাহারের দাবিতে আদালতে আবেদন জানিয়েছে বিজেপি। মামলাটি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতির রাজশেখর মান্থার এজলাসে। এই মামলায় স্পিকারের কাছে হলফনামা চেয়েছেন বিচারপতি। আগামী ২ মে’র মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।