New Update
/anm-bengali/media/post_banners/fYIyrmsUGp5zT0tS2FtM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০০৮ সালে আইপিএল শুরু হয়েছিল। তবে সে বারে মুম্বই তাজ হোটেলে হামালাও হয়েছিল। যার কারণে বহু পাকিস্তানি ক্রিকেটারকে আইপিএল থেকে ছাঁটাই করা হয়। ইয়াসির আরাফতও অংশগ্রহণ করেছিলেন। তিনি শাহরুখের ফোন পেয়েই কেকেআর-এ অংশগ্রহণ করেন। যদিও খেলতে পারেননি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us