সাংহাই আছে তবে তাতে প্রাণ নেই! নেটমাধ্যমে ফুঁসছে সাংহাই

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সাংহাই আছে তবে তাতে প্রাণ নেই! নেটমাধ্যমে ফুঁসছে সাংহাই


নিজস্ব সংবাদদাতাঃ সাংহাই আছে তবে তাতে প্রাণ নেই! খাদ্য, পানীয় চেয়ে আবাসনের জানলা দিয়ে বাসিন্দাদের হাহাকার। শিশুর কান্না। বয়স্ক পিতার চিকিৎসার ব্যবস্থা করতে না পারা যুবতীর অসহায়তা। এটাই এখন চিনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের ছবি। করোনা রুখতে কঠিনতম লক়ডাউন যেন ফাঁস হয়ে ক্রমশ চেপে বসছে প্রাণবন্ত এই মহানগরের গলায়। আড়াই কোটি জনসংখ্যার সাংহাইয়ের এই খণ্ডচিত্রই এখন আগুন জ্বালছে চিনের ইন্টারনেটের আকাশে।