হনুমান চালিশা নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপিঃ শিবসেনা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হনুমান চালিশা নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপিঃ শিবসেনা

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে হনুমান চালিশা বিতর্ক যেন থামতেই চাইছে না। মঙ্গলবার বিজেপি সাংসদ দেবেন্দ্র ফড়নবীশকে এক হাত নিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, 'দেবেন্দ্র ফড়নবীশ মানুষকে বিভ্রান্ত করছেন। হনুমান চালিশা জপ করার জন্য কাউকে শাস্তি দেওয়া হয় না। কেউ যদি এটি জপ করতে চায় তবে তারা তাদের বাড়িতে বা মন্দিরে এটি করতে পারে। হনুমান চালিশা জপ করার জন্য অন্যের বাড়ির ভিতরে ঢুকে শান্তি নষ্ট করার চেষ্টা করা ভুল।'