মেদিনীপুরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিল তৃণমূল

author-image
Harmeet
New Update
মেদিনীপুরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিল তৃণমূল

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ মঙ্গলবার জেলা তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সাংসদ আবু তাহের খান জানান, যেভাবে কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে তাতে সাধারণ মানুষ যথেষ্টই সমস্যায় পড়ছে।  একদিকে লকডাউনের কারণে বহু মানুষ কাজ হারিয়েছে। আবার অনেকে আছে যারা সংসার চালাতে নাজেহাল হয়ে পড়ছে। 

সেই জায়গায় দাঁড়িয়ে যে ভাবে প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তার প্রতিবাদ স্বরূপ আাগামী ১০ ও ১১ তারিখ ২৬ টি ব্লক ও ৮ টি পৌরসভায় ৫০ জন কর্মী সমর্থকদের নিয়ে সমস্ত করোনা বিধি মেনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হবে।