নিজস্ব সংবাদদাতাঃ ফের করোনার বাড়বাড়ন্ত গোটা দেশ জুড়ে। দিল্লিতে আজ নতুন করে ১,০১১ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবরও মেলে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৬৮। পজিটিভিটি রেট ৬.৪২ শতাংশ।