New Update
/anm-bengali/media/post_banners/bDLy1ffWvgx4q8vYPwye.jpg)
নিজস্ব সংবাদদাতা : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ডঃ মাধব গডবোলে। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে অবসরপ্রাপ্ত এই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস অফিসারের বয়স হয়েছিস ৮৫ বছর। তিনি রেখে গেলেন
তিনি স্ত্রী সুজাতা, ছেলে রাহুল, মেয়ে মীরা, পুত্রবধূ দক্ষিণা, জামাই মহেশ এবং নাতি-নাতনি অদিতি, মনন, গায়ত্রী ও তারিণীকে।
প্রসঙ্গত, গডবোলে ১৯৯৩ সালে আইএএস পরিষেবা থেকে অবসর নেন। সেই সময় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং বিচার বিভাগের সচিব ছিলেন। তিনি ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সচিব এবং নগর উন্নয়ন সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান এবং মহারাষ্ট্র সরকারের প্রধান অর্থ সচিব হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us