New Update
/anm-bengali/media/post_banners/Lsakht8ZoZe4bby5nYCS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল লখনৌ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ছিল। মুম্বই ৩৬ রানে হেরে যায় লখনৌ জায়েন্টসের কাছে। ৬৩ বলে ১০৩ রান করে ক্রুণাল পান্ডের থেকে প্রশংসা ছিনিয়ে নেয় রাহুল। ক্রুণাল ম্যাচ শেষে বলেন, "সত্যিই খুব ভালো ম্যাচ ছিল। বোলিং বিভাগের প্রচেস্টা ছিল মারাত্মক। রাহুলের তরফ থেকে মারাত্মক নক ছিল। পুরো কৃতিত্বই রাহুলের।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us