New Update
/anm-bengali/media/post_banners/W98MXk0aCjUki49lbJZi.jpg)
নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ ইস্টার্ন রেলওয়ে স্কুল সহ আসানসোলের ৩ টি রেলের স্কুল হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল তৃণমূল শিক্ষক সংগঠন। সঙ্গে ছিলেন স্কুল গুলিতে পঠনরত শিক্ষার্থীদের অভিভাবকেরা। ইস্টার্ন রেলওয়ে স্কুলের সামনে থেকে মিছিল শুরু করে ডিআরএম অফিসের সামনে পর্যন্ত মিছিল করেন তারা। এরপর ডিআরএমের অফিসে তারা ঢুকতে গেলে মূল গেটের সামনেই তাদের আটকে দেওয়া হয় । ফলে ঘটনাকে ঘিরে ধ্বস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরে ডিআরএম অফিস চত্বরে ঢোকে মিছিলটি। এদিন তৃণমূল শিক্ষক সংগঠনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও অভিভাবকদের উপস্থিতিতে একটি স্বারক লিপি তুলে দেওয়া হয় রেল কর্তাদের হাতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us