ঈশানের সম্পর্কে যা বললেন গাভাস্কার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঈশানের সম্পর্কে যা বললেন গাভাস্কার


নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল-এ ঈশান কিশানের ব্যাটে রান নেই। গড়ে তার রানের অবস্থা ১৯৯এর মতো। এবারে তাঁর শর্টস বল খেলা নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাস্কার। চলতি বছরেই অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ হতে চলেছে। সেই প্রসঙ্গে গাভাস্কার বলেন, "ভুললে চলবে না অতীতেও শর্ট বলের সামনে সমস্যায় পড়েছে ঈশান। এটা ভাল ছবি নয়। অস্ট্রেলিয়াতে পিচের বাউন্স আরও বেশি। এখানেই খেলতে পারছে না। তা হলে অস্ট্রেলিয়াতে কী ভাবে খেলবে? ওখানেও বোলাররা ওকে শর্ট বল করে যাবে। সব বল কোমরের উপরে আসবে। কী করে সেই বল খেলবে ঈশান?"