অবৈধ কয়লা কারবারিদের বিরুদ্ধে বড় সাফল্য জামুরিয়া থানার পুলিশের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অবৈধ কয়লা কারবারিদের বিরুদ্ধে বড় সাফল্য জামুরিয়া থানার পুলিশের

জামুরিয়াঃ অবৈধ কয়লা কারবারিদের বিরুদ্ধে বড় সাফল্য জামুরিয়া থানার পুলিশের। ভোট মিটতেই ফের অবৈধ কয়লা কারবারিরা সক্রিয় হয়েছে জামুরিয়ায়। বিশেষ সূত্রে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ সোমবার ভোর রাতে লরি ভর্তি অবৈধ কয়লা সহ ২ জনকে আটক করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল চক্রিকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আজ ভোর রাতে গাড়ি নম্বর ডাব্লিউবি-৩৭-ডি-৬৩৮১ লরিটি জামুরিয়ার হুড়মডাঙ্গা থেকে অবৈধ কয়লা বোঝাই করে পাচার করার চেষ্টা করছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ লরিটিকে রাস্তাতেই বাজেয়াপ্ত করে। গাড়ির খালাসী ও লরি চালককে আটক করা হয়। পুলিশ মনে করছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যাবে। নাম জানাতে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, দিন দশেক আগে থেকে কয়লা মফিয়ারা সক্রিয় হয়েছে জামুরিয়ায়। জামুরিয়া থানার অন্তর্গত শিবপুরের মতি বাজার, তপসি, কাটা গড়িয়া, চুরুলিয়া সহ বেশ কয়েক জায়গা থেকে রাতের অন্ধকারে অবৈধ কয়লা লরি, ডাম্পার এবং ছোট গাড়ি করে পাচার করা হচ্ছে। প্রসঙ্গত, চলতি মাসের ৭ তারিখে তপসী রেলগেট এলাকা থেকে কয়লা ভর্তি দুটি লরি বাজেয়াপ্ত করেছিল ইসিএলের নিরাপত্তারক্ষীরা। এই বিষয় নিয়ে জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল ইসিএল কর্তৃপক্ষ। নাম জানাতে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, "জামুরিয়ায় অবৈধ কয়লা উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। খবর পাওয়া মাত্র অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হচ্ছে"।​