নিজস্ব সংবাদদাতাঃ হিজাবের পর এ বার বাইবেল নিয়ে বিতর্ক কর্নাটকে। রাজধানী বেঙ্গালুরুর একটি স্কুল সম্প্রতি পড়ুয়াদের নির্দেশ দিয়েছে, প্রত্যেক শিক্ষার্থীকে স্কুলে বাইবেল নিয়ে আসতেই হবে। পড়ুয়া যে ধর্মেরই হোক না কেন, এই নির্দেশ মানা বাধ্যতামূলক। এই মর্মে তারা অভিভাবকদের থেকে মুচলেখাও আদায় করেছে। স্কুলের ওই নির্দেশিকা জারি হওয়ার পরই বিতর্ক শুরু হয়েছে। স্কুলটি পড়ুয়াদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করছে, এই দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন অভিভাবকদের একাংশ। এমনকি বিশেষ এক ধর্মীয় রাজনৈতিক দলের সাহায্যে রাজ্যের শিক্ষা দফতরের কাছে এ ব্যাপারে নালিশ জানানোর পাশাপাশি আদালতে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।