/anm-bengali/media/post_banners/TpQ8BKmSNe910OxyAuRu.jpg)
হরি ঘোষ, রানীগঞ্জঃ আজ বামপন্থী সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই রানীগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে রানীগঞ্জ বোরো দুই এর চেয়ারম্যান পূর্ণশশী রায়কে একটি স্মারকলিপি দেওয়া হল। এর মাধ্যমে তাঁদের বিভিন্ন দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর মধ্যে সম্প্রতি তাবাসুম আরা কর্ত্তৃক নিজের হাতে সিতারামপুরে টিকা দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার দাবি জানান হয় ।
প্রতিটি ওয়ার্ডে ভ্যাকসিন ক্যাম্প স্থাপনের পাশাপাশি, আধার কার্ডকে রেশন কার্ডের সাথে সংযুক্ত করার প্রক্রিয়াটি সহজ করার দাবিও উত্থাপিত করা হয় । করোনার ও লকডাউনের কারণে অনেক মানুষের সামনেই অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। এই সমস্ত মানুষদের সঠিক উপায়ে রেশন সামগ্রী সরবরাহ করার জন্য আবেদন জানান হয়। রানীগঞ্জ বোরো দুই চেয়ারম্যান পূর্ণশশী রায় তাদের সমস্ত দাবী শোনেন । একই সঙ্গে, আধার কার্ড নিয়ে যে সমস্যা হচ্ছে তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দোষ দেন। সাগর বন্দ্যোপাধ্যায়, অনুপম চ্যাটার্জী, গৌরব ঢালো, প্রদীপ দাশ, দেওজিৎ পাটনায়েক সহ সকল এসএফআই এবং ডিওয়াইএফআই সদস্যরা একটি র্যালির আকারে রানীগঞ্জ বরো অফিসে পৌঁছে পূর্ণশশী রায়কে একটি স্মারকলিপি দেন।
​
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=9091 / https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=9094
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us