নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে সামান্য বাড়ল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন। ফলে বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ০১২। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০১ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩২ জন সুস্থ হয়েছেন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ৫৫৬ জন। সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। তবে এদিনও মৃত্যু শূন্য বাংলায়।