বুজরুকি আটকাতে যুক্তিবাদী প্রদর্শনী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বুজরুকি আটকাতে যুক্তিবাদী প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ডেবরা থানার রাধামোহনপুরের দক্ষিণ মৌজায় কয়েকদিন আগে এক ব্যক্তি জলে ডুবে মারা যান। এরপর রটিয়ে দেওয়া হয় ওই পুকুরের জলে ‘যক্ষ’ আছে। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়রা তান্ত্রিক ডেকে আনে। রাত জেগে পুকুর থেকে ‘যক্ষ’ ধরার কাজ চলে। এই বুজরুকির বিরুদ্ধে আজ রবিবার ২৪ এপ্রিল ২০২২ তারিখে রাধামোহনপুর দক্ষিণ বাজার দুর্গা মণ্ডপের সামনে রাধামোহনপুর বিজ্ঞান চক্রের পরিচালনায় একটি যুক্তিবাদী প্রদর্শনী বিকেল ৫ টার সময় বিজ্ঞান আন্দোলনের কর্মী শ্রী নকুল চন্দ্র ঘাঁটির উপস্থাপনায় পরিবেশিত হয়। আজকের এই অনুষ্ঠানে বিজ্ঞান চক্রের সদস্য বন্ধু সহ এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এক ঘণ্টারও বেশি সময়ের এই অনুষ্ঠানে সবার অংশগ্রহণের মাধ্যমে এলাকায় ঘটে যাওয়া ঘটনাটির বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা উপস্থিত সকলে চাক্ষুষ করেন। বিজ্ঞান মঞ্চের এই সদর্থক ভূমিকাকে সবাই সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনে এই ধরনের গুজব এর বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের সদর্থক ভূমিকা থাকবে, এটাই সবার প্রত্যাশা।