বেলদায় পুরনো মালপত্র রাখার গোডাউনে আগুন, দেখুন ভিডিও

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বেলদায় পুরনো মালপত্র রাখার গোডাউনে আগুন, দেখুন ভিডিও


নিজস্ব সংবাদদাতাঃ বেলদা থানা শুশিন্দাতে রবিবার একটি পুরনো মালপত্র রাখার গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। এলাকায় দাউ দাউ করে জ্বলতে থাকা ভয়ানক আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগে স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে উপস্থিত বেলদা থানার পুলিশ। জানা গিয়েছে, পুরনো মালপত্র রাখার ওই গোডাউনের পাশে ফেলে দেওয়া পাতাতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। গোডাউনে প্লাস্টিক সহ গাড়ির টায়ার ও অন্যান্য দাহ্য বস্তু থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় বেলদা থানার পুলিশ। স্থানীয়দের প্রচেষ্টায় দ্রুত আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করা হয়। পরে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিভাতে সমর্থ হয়। তবে আগুন ছড়িয়ে না পড়ায় বড় কোনও ক্ষতি হয়নি।