মুড বুস্টার! ট্রাই করুন, কাজ করবে ম্যাজিকের মতো

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মুড বুস্টার! ট্রাই করুন, কাজ করবে ম্যাজিকের মতো


নিজস্ব সংবাদদাতাঃ মুড বুস্টার হিসেবে কাজ করে মর্নিং সেক্স। বিশেষজ্ঞদের মতে, চনমনে ভালো দিন শুরু করতে মর্নিং সেক্স ভীষণভাবে সাহায্য করে। কারণ, ভোরে পুরুষ ও নারী উভয়ের মধ্যেই টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বেশি মাত্রায় বৃদ্ধি পায়। ওই সময় মিলন হলে এন্ডোরফিনস হরমোনের ক্ষরণও বাড়ে, যা ইনস্ট্যান্ট মুড বুস্টার হিসেবে কাজ করে। এতে সারাদিন মন-মেজাজ ভালো থাকে। তাই সারাদিন ধরে অ্যাক্টিভ থাকতে মর্নিং সেক্স ইজ মাস্ট।