লিভ-ইন মানে কিন্তু অদূর ভবিষ্যতে বিয়ে নয়!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লিভ-ইন মানে কিন্তু অদূর ভবিষ্যতে বিয়ে নয়!


নিজস্ব সংবাদদাতাঃ লিভ-ইন মানে কিন্তু অদূর ভবিষ্যতে বিয়ে নয়। এটা মাথায় রেখেই কিন্তু একসঙ্গে থাকা উচিত। যদি কোনও একজন এটা ভেবে থাকেন যে এইভাবে দু’জন দু’জনের অভ্য়াসের সঙ্গে মানিয়ে নিলে শেষমেশ বিয়েটা হবে, তবে সেটা একসময়ে গিয়ে সম্পর্কের ভাঙনের কারণ হয়ে উঠতে পারে।