ভারতের আত্মাকে বুঝতে হলে জানতে হবে ঋষি অরবিন্দকে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভারতের আত্মাকে বুঝতে হলে জানতে হবে ঋষি অরবিন্দকে

নিজস্ব সংবাদদাতা : পুদুচেরির মহাকবি ভারতিয়ার মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি জানান, "সুব্রামানিয়া ভারতী হলেন দেশপ্রেম, ঐক্য ও সামাজিক সংস্কারের প্রতীক। তাঁর দেশাত্মবোধক গান অসংখ্য মানুষকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছে।" শ্রী অরবিন্দের ১৫০তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে শাহ বলেন, 'আপনি যদি ভারতের আত্মাকে বুঝতে চান, আপনার শ্রী অরবিন্দকে শোনা এবং পড়া উচিত। কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং দ্বারকা থেকে বাংলা, কোথাও না কোথাও একই সংস্কৃতি আমাদের সবাইকে আবদ্ধ করে। যতক্ষণ না আমরা শ্রী অরবিন্দের চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিই, তাদের জানার জন্য তাদের মনে কৌতূহল তৈরি না করি, শ্রী অরবিন্দের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্দেশ্য পূরণ করা যাবে না। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, আমরা স্বাধীনতার ৭৫তম বছরে শ্রী অরবিন্দের স্বপ্নের ভারতে পরিণত করার চেষ্টা করছি।'