আপের কথা মানতে নারাজ কেরল সরকার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আপের কথা মানতে নারাজ কেরল সরকার

নিজস্ব সংবাদদাতা : কেরলের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষা বিপ্লবকে চাক্ষুস দেখতে দিল্লিতে সরকারি স্কুল পরিদর্শ করেছেন বলে টুইটে দাবি করে আম আদমি পার্টি। শুধু তাই নয়, টুইটে আরও বলা হয় যে কেরলে আপের মডেল বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেন শিক্ষাবিদরা। আর এ নিয়েই শুরু হয়েছে আপ-কেরল তরজা। পুরো বিষয়টি অস্বীকার করেছে কেরল সরকার।

যিনি কেরলের অতিথিদের আপ্যায়ণ করেন সেই আপ বিধায়ক টুইট করে বলেছেন, "কেরালার আধিকারিকদের আমাদের কালকাজির একটি স্কুলে হোস্ট করাটা চমৎকার ছিল। তারা তাদের রাজ্যে আমাদের শিক্ষার মডেল বুঝতে এবং বাস্তবায়ন করতে আগ্রহী। এটি কেজরিওয়ালের সরকারের ন্যাশনাল আইডিয়া বিল্ডিং। সহযোগিতার মাধ্যমে উন্নয়ন।" এদিকে, কেরালা সরকার দিল্লির শাসক দলের দাবি অস্বীকার করেছে এবং বলেছে যে তারা কাউকে জাতীয় রাজধানীতে পাঠায়নি। কেরালার শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি আপ বিধায়কের টুইটের জবাব দিয়েছেন এবং কেরালার আধিকারিকদের সম্পর্কে জানতে চেয়েছেন যারা দিল্লিতে গিয়েছিলেন।