New Update
/anm-bengali/media/post_banners/O8tEEvFpOX2ppiCCyTy8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৯শে ফেব্রুয়ারি এক বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ভারতের উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা-কে হুমকি দেন। সেই বিষয়টি ঋদ্ধিমান সামনে আনতে সেই উক্ত সাংবাদিক খেলোয়াড়ের উপর তাঁর বার্তাকে বিকৃত করার অভিযোগ আনেন। তবে সাংবাদিকের এমন আচরণের জন্য তাঁকে দুবছরের জন্য নির্বাসিত করলো ভারতীয় ক্রিকেট। বিসিসিআই-এর তরফ থেকে এও জানিয়ে দেওয়া হয় যে কোনও ক্রিকেটার যেন তাঁর সঙ্গে যোগাযোগ না রাখে এবং কথা যেন না বলে। বিসিসিআই আইসিসি-কেও অনুরোধ করবে উক্ত সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us