লাউদোহার মাধাইপুরে খড়ের পালুইয়ে আগুন , দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লাউদোহার মাধাইপুরে খড়ের পালুইয়ে আগুন , দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে


সংবাদদাতা, লাউদোহা :- দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারির খাটাল পাড়া এলাকায় শনিবার গভীর রাতে জামাহার যাদব নামে এক ব্যক্তির খড়ের পালুইয়ে আগুন লাগে । জামাহার বাবু জানান হঠাৎ রাত একটার সময় ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তাঁর খড়ের পালুইয়ে দাউ দাউ করে জ্বলছে আগুন । কারও দিকে সন্দেহ না করলেও এটা সন্দেহ প্রকাশ করছেন যে অবশ্যই কেউ বদমায়েশি করে খড়ের পালুইয়ে আগুন ধরিয়ে দিয়েছে ।
আগুনের তীব্রতার কারণে স্থানীয় লোকরাও জেগে ওঠে ,খবর দেওয়া হয় দমকল বিভাগকে । রাত্রির তিনটে নাগাদ দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে । ভোর ছয়টা পর্যন্ত দমকলের একটি ইঞ্জিনের ও স্থানীয় মানুষজন চেষ্টায় আগুন মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আসে ।এই আগুন লাগার ঘটনায় জামাহার বাবু আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।