৫০ তম গ্র্যান্ড স্লাম কোয়াটার ফাইনালে Novak Djokovic : উইম্বলডন

author-image
Harmeet
New Update
৫০ তম গ্র্যান্ড স্লাম কোয়াটার ফাইনালে Novak Djokovic : উইম্বলডন

 নিজস্ব সংবাদদাতাঃ অনায়াসে উইম্বলডনের শেষ আট এ পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ । সঙ্গে ৫০তম গ্র্যান্ড স্লাম কোয়াটার ফাইনালে উঠলেন বিশ্বের একনম্বর টেনিস খেলোয়াড়। সোমবার জোকোভিচ অল ইংল্যান্ড ক্লাবে প্রতিযোগিতায় ১৭ নম্বর বাছাই চিলির ক্রিস্টিয়ান গ্যারিনকে স্ট্রেইট সেটে উড়িয়ে দেন। জোকোভিচের পক্ষে ফল ৬-২, ৬-৪, ৬-২।



আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm