কলকাতায় দুর্বৃত্ত, আইনভঙ্গকারী, উচ্ছৃঙ্খল সাইকেল আরোহীদের কাহিনী, পুলিশ নীরব

author-image
New Update
কলকাতায় দুর্বৃত্ত, আইনভঙ্গকারী, উচ্ছৃঙ্খল সাইকেল আরোহীদের কাহিনী, পুলিশ নীরব

নিজস্ব প্রতিনিধি: দুর্বৃত্ত সাইকেল আরেহীদের শহর হয়ে উঠেছে কলকাতা। তারা ট্র্যাফিক সিগন্যাল ভেঙেও পার পেয়ে যাচ্ছে, যে কোনও জায়গা দিয়ে ঢুকে পড়ছে, পুলিশ দেখেও দেখছে না, শহরের রাস্তাগুলি চরম বিপদজনক হয়ে উঠেছে। এএনএম শহর ঘুরে দেখেছে, কথা বলেছে রাস্তায় পুলিশ অফিসারদের সঙ্গে। আমাদের সাংবাদিকরা কলকাতা জুড়ে সাইকেল আরোহীদের আইন ভাঙতে দেখেছে। এএনএম নিউজের সাংবাদিকরা এমন উদাহরণও দেখেছে, যেখানে গাড়ির ভিড়ের মাঝে  সাইকেল আরোহী রাস্তার মাঝে কসরত দেখাচ্ছে। আমাদের সাংবাদিকরা সাইকেল আরোহীদের ট্র্যাফিক সিগন্যাল ভাঙতে দেখেছে গোল পার্ক, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, হাজরা, টালিগঞ্জ, রাসবিহারী, এসপ্ল্যানেড, হাতিবাগান, উল্টোডাঙ্গা, শ্যামবাজার, বৌবাজার – সমস্ত জায়গায়। আমরা কয়েকজন অগ্রজ ট্র্যাফিক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, তাঁরা পরিস্থিতির গুরুত্ব স্বীকার করেছেন। তাঁদের দাবি, ওপরতলার অফিসারদের বিষয়টি জানিয়েছেন, কিন্তু লালবাজার থেকে কোনও সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।





আরও খবরঃ  https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=9091  /  https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=9094
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm