New Update
/anm-bengali/media/post_banners/FPe2HtHYNdTzWhLeKqrS.jpg)
নিজস্ব প্রতিনিধি, ডেবরাঃ ফের ডেবরাতে মধুচক্রের হদিশ পেলো পুলিশ। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে। গতকাল রাতে ডেবরা ব্লকের শ্রীরামপুরের একটি হোটেলে অভিযান চালায় ডেবরা এসডিপিও গোবিন্দ সিকদার ও পুলিশ বাহিনী। কয়েকদিন আগে থেকেই পুলিশের নরজদারি চলছিল ওই হোটেলে। গতকাল রাতে হাতে নাতে মধুচক্র ধরে ফেলেন এসডিপিও। ঘটনায় গ্রেফতার করা হয় পিংলার বাসিন্দা গোপাল সামুই ও দাসপুরের বাসিন্দা অনিল পড়ুয়া। আজ অর্থাৎ শনিবার অভিযুক্তদের মেদিনীপুর আদালতে তোলা হবে। এমনটাই পুলিশ সুত্রে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us