'অভিশাপ দিলেও সৎ সরকার উপহার দেব হিমাচলকে', আশ্বাস কেজরিওয়ালের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'অভিশাপ দিলেও সৎ সরকার উপহার দেব হিমাচলকে', আশ্বাস কেজরিওয়ালের


নিজস্ব সংবাদদাতাঃ
হিমাচল প্রদেশে আসন্ন বিধাসভা ভোটকে ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। চলছে একে অপরকে আক্রমণের পালা। এবার রাজ্যের রাজনৈতিক হাওয়া গরম করলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। কাংরায় এক জনসভায় বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেন, 'বিজেপি আমাকে অভিশাপ দেয়। কিন্তু আমরা বলতে চাই, আমরা হিমাচলকে একটি সৎ সরকার দেব। ৩০ বছর ধরে হিমাচল প্রদেশ শাসন করেছে কংগ্রেস, ১৭ বছর ধরে বিজেপি, কিন্তু দুই দলের নেতারাই বলছেন কেজরিওয়াল কেজরিওয়াল। জয়রাম ঠাকুরজি, হিমাচল প্রদেশের সরকারি স্কুলের কী অবস্থা? আজ দিল্লির সরকারি স্কুলগুলোর দিকে তাকান। আপ সরকার ক্ষমতায় আসার আগে দিল্লির সরকারি স্কুলগুলিও একই রকম ছিল।'