নো-বল প্রসঙ্গে কী বললেন সঞ্জু?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নো-বল প্রসঙ্গে কী বললেন সঞ্জু?



নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গতকাল রাজস্থান রয়্যালস ১৫ রানে জিতেছে। তবে এদিন আম্পায়ারের নেওয়া নো-বলের বিষয়ের সিদ্ধান্তকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তবে সেই সিদ্ধান্তকে কিন্তু সমর্থন করেন সঞ্জু স্যামসন। তিনি বলেন, "এটি একটি ছয় মারার পরেই হয়েছিলো। ওভারের ওই তৃতীয় বলটি ছিলো ফুলটস এবং আম্পায়ার’ও ওটিকে একটি সাধারন বল বলেই গন্য করেছিলেন। কিন্তু ব্যাটসম্যান এটা চেয়েছিলেন নো-বল হিসেবে। আমি মনে করি আম্পায়ার তার নেওয়া সিদ্ধান্তে খুব স্পষ্ট ছিলেন এবং তাতে অটল ছিলেন।"