নিজস্ব সংবাদদাতাঃ রেলের খাবার নিয়ে একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে। বেশি দাম নেওয়ার অভিযোগ যেমন উঠেছে, তেমনি অভিযোগ উঠেছে খাবারের মান নিয়েও। সম্প্রতি আইআরসিটিসির পরিবেশন করা খাবার নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। তিনি অভিযোগ করেছেন, খাবারের বিল তাঁকে দেওয়া হয়নি। সেই সঙ্গে প্রচুর অর্থ দাবি করা হয়েছে। এবার বিল না দিয়ে রেলযাত্রীদের খাবারে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠল আইআরসিটিসির বিরুদ্ধে। রেলযাত্রী টুইটে অভিযোগ করতেই দেওয়া হল বিল। সেই সঙ্গে ফেরানো হল অতিরিক্ত নেওয়া ১২০ টাকা। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইআরসিটিসি।