New Update
/anm-bengali/media/post_banners/2D3BLmusxVkwHes2nytA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের নাম উজ্জ্বল হল। শুক্রবার ভারতের তরফে ৩ জন কুস্তিতে পদক জয় নিশ্চিত করল। যারমধ্যে এখনও পর্যন্ত রয়েছে ২ টি রৌপ্য পদক ও ১ টি ব্রঞ্জ পদক । কুস্তীগির আংশু মালিক ৫৭ কেজি বিভাগ এবং কুস্তীগির রাধিকা ৬৫ কেজি বিভাগে রৌপ্য পদক নিশ্চিত করেছেন। অপর দিকে ৬২ কেজি বিভাগে কুস্তীগির মনীষা ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us