নিজস্ব সংবাদদাতাঃকোভিড সংক্রমণ তার চেয়ে বেশি দিন ধরে চলার কথা নয়। কারও কারও ক্ষেত্রে অবশ্য বেশ কয়েক মাস শরীরে থেকে যেতে পারে কোভিডের জীবাণু। কিন্তু সেটি খুবই বিরল। কিন্তু তা বলে ৫০৫ দিন! দেড় বছর হতে চলল কোভিড সারেনি এক ব্যক্তির। সম্প্রতি ইংল্যান্ডে এমন এক জনকে পাওয়া গিয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, এই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মক কম। সেই কারণেই তাঁর শরীরে বাসা বেঁধেই রয়েছে করোনার জীবাণু। সেই জীবাণুর সঙ্গে লড়াই করার মতো প্রতিরোধ শক্তি তিনি তৈরি করতেই পারেননি। ফলে বছর কেটে গেলেও তাঁর শরীর থেকে সংক্রমণ যায়নি।