New Update
/anm-bengali/media/post_banners/5Z1UESXRXDlHkKy6MigL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার রাতে নদিয়ার কালিগঞ্জ থানা এলাকায় বোমাবাজি হয়। রাতের অন্ধকারে দুই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে। দুই তৃণমূল কর্মীর নাম মনিরুল হক এবং তৌহিদ আলি শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে দুই তৃণমূল কর্মী পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। আচমকাই তাঁদের লক্ষ্য করে পিছন থেকে বোমা ছোড়েন কয়েকজন যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন দুজন। বোমার আঘাতে গুরুতর আহত হন তাঁরা। নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগের তির সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us