জার্মান সশস্ত্র বাহিনী ২১ জন আহত ইউক্রেনীয়দের জার্মানিতে নিয়ে যাচ্ছে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জার্মান সশস্ত্র বাহিনী ২১ জন আহত ইউক্রেনীয়দের জার্মানিতে নিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি -জার্মান সশস্ত্র বাহিনী, বুন্দেসওয়ের, পোল্যান্ড থেকে ২১ জন আহত ইউক্রেনীয় নাগরিককে হাসপাতালে চিকিৎসার জন্য জার্মানিতে স্থানান্তর করেছে, দেশটির ফেডারেল অফিস অফ সিভিল প্রোটেকশন অ্যান্ড ডিজাস্টার অ্যাসিসট্যান্স বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, আহত শিশু ও প্রাপ্তবয়স্কদের জার্মানিতে আনার জন্য একটি বিশেষ বিমান বাহিনীর এয়ারবাস A310 MedEvac বুধবার পোল্যান্ড থেকে রওনা হয়েছে।