দিগবিজয় মাহালি,পিংলাঃ গত কয়েকদিনে পিংলা-ডেবরা সহ রাজ্যের একাধিক জেলায় ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। গতকাল বুধবার পিংলা থানার জামনা অঞ্চলের উজান এলাকায় এক গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে পিংলা থানা এলাকায় মৃত গৃহবধূর বাড়িতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, মৃত গৃহবধূ বেহুলা সিং-এর স্বামী বিপিন সিং-এর হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে আমি হারানোর পর, নন্দীগ্রামে যখন সার্টিফিকেট নিতে গিয়েছি তখন গোটা গাড়িতে পাথর ছুড়ছে সেটা সবাই দেখেছে টিভিতে। গোটা ভারতবর্ষে যত সন্ত্রাসী আছে পশ্চিমবাংলা থেকে সাপলাই করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।'
পাশাপাশি রাজ্যের ধর্ষণ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রতিনিধিদল অমিত সাহের কাছে ৩৫৫-৩৫৬ আইন আনার দাবি জানিয়েছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি প্রথম দিন থেকে বলছি, এই যে মায়েরা, দিদিরা অভিযোগ করছে পুলিশের প্রতি আস্থা নেই। এটা কোনও শেখানো কথা নয়। এখানে সবাই বিজেপিকে ভোট দিয়েছে তাও নয়, এদের মধ্যে তৃণমূলেরও ভোটার আছে। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার উপর মহিলাদের অনাস্থা এসে গিয়েছে। তাই আইন-শৃঙ্খলা রক্ষা করার কেন্দ্র সরকারের সুযোগ আছে। ৩৫৫ করে কেন্দ্র সরকার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বলার কোনও ভাষা নেই। মহিলারা বলছেন আমাদের ৫০০ টাকা দিয়ে কি হবে? আজকে নারীদের ইজ্জত যদি লুণ্ঠিত হয়ে যায়। আজকের রাজ্যে পাড়ায় পাড়ায় সব মদের দোকান দিয়ে দিয়েছে। ২ কোটির বেশি রাজ্যে বেকার রয়েছে। এই গ্রামে খুঁজুন এই গ্রামেরও ৫০ টা ছেলে বাইরে কাজ করতে চলে গিয়েছে। এমন কোনও গ্রাম পাবেন না যে গ্রামে পরিযায়ী শ্রমিক নেই। পশ্চিমবঙ্গকে ধ্বংস-এর দিকে নিয়ে যাচ্ছে এই সরকার।' অন্যদিকে শিল্পপতিদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, 'অশ্ব ডিম্ব! প্রীতিলতা জোয়ারদার সেটি আবার কবে ছিল? স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলছে প্রীতিলতা জোয়ারদার। শিল্প সম্মেলনে নির্যাস হচ্ছে মূর্খ মুখ্যমন্ত্রী।'