NET কমার্স পরীক্ষার প্যাটার্ন, মার্কিং স্কিম

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
NET কমার্স পরীক্ষার প্যাটার্ন, মার্কিং স্কিম

নিজস্ব সংবাদদাতাঃ নেট পরীক্ষাটি দুটি পত্রের দ্বারা পরিচালিত হয়।যথা প্রথম এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্রটি সকল বিষয়ের পরীক্ষার্থীদের জন্য একটি জেনারেল পেপার। অন্যদিকে, দ্বিতীয় পত্রটি শুধুমাত্র বাণিজ্য বিষয়ের পরীক্ষার্থীদের জন্যই। এই পত্রটি পিজি কোর্স সম্পর্কিত প্রশ্ন থেকেই আসবে। দুটি পত্রের প্রশ্নই হবে অবজেক্টিভ টাইপ। পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং থাকবে না যদিও, তবুও সব প্রশ্নের উত্তর করা বাঞ্ছনীয়। নেট পরীক্ষাটি মোট ৩ ঘণ্টার। প্রথম পত্রটিতে রয়েছে ৫০টি প্রশ্ন।প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর করে। দ্বিতীয় পত্রটিতে রয়েছে ১০০টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর করে।