নিজস্ব সংবাদদাতাঃ ধরা পড়ল নাগরাকাটার কাবুলডাঙ্গার চিতাবাঘ। বুধবার চিতাবাঘকে কাবু করতে গিয়ে আহত হন ২ বনকর্মী। বৃহস্পতিবার সকালে ফের চিতাবাঘের হানায় আহত হন ১ জন স্থানীয় বাসিন্দা। পরে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড ও খুনিয়া স্কোয়াডের যৌথ অভিযান হয়। ঘুমপাড়ানি গুলিতে কাবু চিতাবাঘ। নিয়ে যাওয়া হয়েছে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে।