নিজস্ব সংবাদদাতাঃ সেক্সের সময় কথা বলা জরুরি বললাম বলে আবার ভাববেন না যে আপনি প্রতিটি ক্ষেত্রে আপনার পার্টনারকে ফিডব্যাক দেবেন কিংবা আদেশ করবেন। এতে আপনার পার্টনারের খারাপ লাগতে পারে কিংবা মুড বিগড়ে যেতে পারে। তাই কখনো কখনো মৌনতাও ভালো। জাস্ট গা ভাসিয়ে দিন আর সেই মুহূর্তটাকে উপভোগ করুন।